Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪৩

সিলেটে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৩:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২১
সিলেটে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

সিলেট-ঢাকা মহাসড়করে ওসমানী নগরের দয়ামীর এলাকায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— সিলেটের গোলাপগঞ্জের কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন নবীনবাগ এলাকার হানিফ উল্লার ছেলে ইদ্রিস আলী (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, দেশবন্ধু পার্সেল কোম্পানির ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২৭৮৭) চাপায় ঘটনাস্থলেই এ দুজন মারা যান। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সিলেট/নোমান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ