ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে বধিরদের প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ২৬ সেপ্টেম্বর ২০২১  
আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে বধিরদের প্রীতি ফুটবল ম্যাচ

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে গাজীপুরে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে খেলোয়ার হিসাবে অংশ নেন ২২ জন বধির ফুটবলার। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন মাঠে এ খেলার আয়োজন করে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সমাজকল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।  

জাহাঙ্গীর আলম ফুটবল একাডেমীর সার্বিক সহযাগিতায় খেলায় অংশগ্রহন করেন রাজশাহী একাদ্বশ বনাম চট্টগ্রাম একাদ্বশ। এ সময় খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শ্ক।

খেলায় প্রথমার্ধে কোন দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে রাজশাহী একাদ্বশ দুটি গোল করে বিজয়ী হয়। রাজশাহী একাদ্বশের ৬ নম্বর জার্সি পরিহিত খেলায়ার রবিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি করপারশনর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কাউসার আহম্মদ এতে সভাপতিত্ব করেন।

রাজশাহী, বগুড়া এবং ঢাকার মিরপুর, বিজয়নগর এলাকার বধির বিদ্যালয় লেখাপড়া শেষে গাজীপুরের কোনাবাড়ীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন বধিররা। সমাজকল্যাণ সংস্থায় সারা দেশের প্রায় ৫০০ বধির সদস্য রয়েছ।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়