ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপির বাগাম্বড়ে জনগণের কান ঝালাপালা হয়ে গেছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২১  
বিএনপির বাগাম্বড়ে জনগণের কান ঝালাপালা হয়ে গেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপির প্রতিদিনের বাগাম্বড় শুনতে শুনতে জনগণের কান ঝালাপালা হয়ে গেছে। খালি কলসি যেমন বেশি বাজে, বিএনপির অবস্থা ঠিক তেমন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি ঐক্যের কথা বলছে, এই ঐক্য আগে যেমন করেছিলো, হয়তো সেরকমই একটা কাগুজে ঐক্য করলেও করতে পারে। আগে যেমন সেই শক্তি হাওয়ায় মিলিয়ে গেছে শুধু নয়, দেখা গেছে এই ঐক্যের মধ্যে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে প্রচণ্ড অনৈক্য। সেইজন্য আবার তাদের মাঝে ‘ঐক্য প্রক্রিয়া’ নামে কিছু কিছু প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জহির আহমদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, মেয়র শাহজাহান সিকদার, কামরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে তৃণমূলের সংগঠন। তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। সভানেত্রী শেখ হাসিনার কারণে আজকে আমরা পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায়। ক্ষমতায় থাকার কারণে দলের অনেকের মধ্যে আলস্য এসেছে। এই আলস্য ঝেড়ে ফেলতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই। দু’ বছরের একটু বেশি সময় পরেই নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা যদি পুরো শক্তি দিয়ে অংশগ্রহণ করি, তাহলে ২০১৮ সালের মতোই ধস নামানো বিজয় ইনশাল্লাহ আমাদের হবে।’ 
 

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়