ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৫ জেলে জীবিত উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১০:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২১
৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৫ জেলে জীবিত উদ্ধার 

মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করেছে চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজোন।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড হতে ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারে ভাসমান জেলেদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ডের আভিযানিক দল।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক সোমবার (২৭ সেপ্টেম্বর)  সকালে রাইজিংবিডিসে এসব তথ্য নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার জানান, গত ২১ সেপ্টেম্বর নোয়াখালীর হাতিয়া থেকে মাছ ধরার জন্য ১৫ জেলে এফভি সুরমা ০১ নামক একটি মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যায়। পরবর্তীতে গত ২৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ২টার দিকে সাংগু গ্যাস ফিল্ড হতে দক্ষিণ পশ্চিমে আনুমানিক ১৫ নটিক্যাল মাইল দূরে এই জেলেদের ট্রলারের ইঞ্জিন বিকল হলে সাগরে ভাসতে থাকে।  গতকাল ২৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা ট্রলার থেকে কোস্টগার্ডকে নিজেদের বিপদ সংকেত পাঠাতে সক্ষম হয়।

পরে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতেই  ১৫ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

লে. কমান্ডার আরও  জানান, উদ্ধার ১৫ জেলেকে কোস্টগার্ড স্টেশান ভাসানচরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে খাবার ও চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধার জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় অঞ্চলে যে কোনো ধরনের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযানে নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়