Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১ ১৪২৮ ||  ০৯ রবিউল আউয়াল ১৪৪৩

শায়েস্তাগঞ্জ জংশনে সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২১  
শায়েস্তাগঞ্জ জংশনে সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন 

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ৩ কোটি ৫৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এ কাজের উদ্বোধন করেন।

জানা গেছে, বরাদ্দকৃত অর্থে জংশনের স্টেশনে যাত্রী সেবায় প্লাটফর্ম উচুকরণ, স্টেশন বিল্ডিং সংস্কার, এক্সেস কন্টোল এবং প্লাটফর্মের শেড নির্মাণ করা হবে।

বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্ব অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ) মোহাম্মদ মহিউদ্দিন আরিফের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের উপস্থাপনায় পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সংসদ সদস্য আবু জাহির বলেন, ‘শায়েস্তাগঞ্জ জংশনের ঐতিহ্য আছে। এবার মুজিবর্ষ উপলক্ষে সরকার ৩ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এ টাকায় জংশনের উন্নয়ন হবে। এর ফলে এ জংশনটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে।’ 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকতসহ প্রমুখ।  

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়