ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ায় ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২১  
কুষ্টিয়ায় ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম ও তার স্ত্রী প্রভাষক কামরুন্নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

এছাড়া অবৈধ সম্পদ অর্জনের দায়ে পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রী রুপালী খাতুনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক নীল কমল পাল মামলা দুটি করেন। 

মামলার বিবরণে জানা যায়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ প্রাথমিক তদন্ত প্রমাণিত হওয়ায় রবিউল ও তার স্ত্রী কামরুন্নাহারের বিরুদ্ধে মামলা হয়েছে।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক কামরুন্নাহার স্বামীর অবৈধ অর্থকে বৈধ করার কাজে সহায়তার অপরাধে আসামি হিসাবে অন্তর্ভুক্ত হন।

এদিকে দুদকের অপর মামলায় কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানের স্ত্রী রুপালী খাতুনের বিরুদ্ধে মামলা হয়েছে।  সম্পদ বিবরণীতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে রুপালী খাতুনকে আসামি করে মামলাটি দায়ের হয়।

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়