ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রলিচাপায় যুবক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১ অক্টোবর ২০২১   আপডেট: ০৯:৩১, ১ অক্টোবর ২০২১
ট্রলিচাপায় যুবক নিহত

সুনামগঞ্জের তাহিরপুরে ট্রলির চাপায় কুদ্দুস মিয়া (২১) নামের মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও এলাকার বাদাঘাট-বড়ছড়া সড়কে এ ঘটনা ঘটে।

কুদ্দুস মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত গ্রাম রজনীলাইন গ্রামের জয়নাল মিয়ার ছেলে। এসময় মোটরসাইকেলে থাকা তারেক নিয়া (২০) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট বাজার থেকে কেনাকাটা শেষে কুদ্দুস মিয়া ও তারেক মিয়া মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথে শিমুল বাগান সংলগ্ন বাদাঘাট-বড়ছড়া সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক কুদ্দুস মিয়া ও মোটরসাইকেলের পিছনে বসা তারেক মিয়া ছিটকে পরে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কুদ্দুস মিয়াকে মৃত ঘোষণা করেন। এসময় আহত তারেক মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আব্দুল লতিফ তরফদার জানান, খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই ট্রলির ড্রাইভার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

আল আমিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়