ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১ অক্টোবর ২০২১  
রাবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে ‘ক’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

প্রথম বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভর্তি পরীক্ষার রাজশাহী বিভাগীয় কেন্দ্রের সভাপতি ও রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া জানান, রাবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম দিনে ১৪ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী অংশ নেবেন। পরের দিন ‘খ’ ইউনিটের পরীক্ষায় ৬ হাজার ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া ৯ অক্টোবর ‘ চ’ ইউনিটের পরীক্ষায় ১৯৭৭ জন, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ১৮২৪ জন ও ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিবেন।

তিনি আরও বলেন, ‘পরীক্ষা ঘিরে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমরা নিয়মিত কথা বলেছি। ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি ঠেকাতে আমরা সর্তক রয়েছি। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি রাবির প্রক্টরিয়াল বডিও নিরাপত্তা জোরদারের বিষয়ে কাজ করবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, যেকোনো ধরনের ইলেক্ট্রিক ডিভাইস সম্বলিত ঘড়ি ও কলম ব্যবহার সম্পূর্ণ নিষেধ।’

রাবি/সাইফুর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়