ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মাদারীপুরের আঙুলকাটা পুলিশ ফাঁড়ি সেতুটি নির্মাণের কী হেতু 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৩ অক্টোবর ২০২১  
মাদারীপুরের আঙুলকাটা পুলিশ ফাঁড়ি সেতুটি নির্মাণের কী হেতু 

মাদারীপুর সদরের আঙুলকাটা পুলিশ ফাঁড়ির সামনের খালের উপর একটি সুন্দর সেতু নির্মাণ হলেও সংযোগ সড়কের অভাবে কোনো উপকারে আসছে না। 

স্থানীয়রা জানান, এলজিএসপি প্রকল্পের অধীনে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মিত হয়। নির্মাণের পর এক বছর পেরিয়ে গেলেও এখনো সেতুর সামনে কোনো রাস্তা নির্মাণ করা হয়নি।  ফলে সুন্দর সেতুটি একটি দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে।  হাজারো গ্রামবাসীদের দুর্ভোগ বয়েই পারাপার হতে হচ্ছে।

ভুক্তভোগী গ্রামবাসীর প্রশ্ন, সেতুটি যদি তাদের উপকারেই না এলো, তবে এটি নির্মাণের হেতু কি? 

স্থানীয় বাসিন্দা সাহেবালী মিয়া বলেন, এই ব্রিজটা বছর খানেক আগে করে রেখেছে। এখানে ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই। ছিলারচর আঙুলকাটা ফাঁড়ির সামনের এই রাস্তাটি হলে কয়েক হাজার মানুষ সেতুটি ব্যবহার করে চলাচল করতে পারবে। আমরা চাই দ্রুত যেন রাস্তাটি নির্মাণ করা হয়। 

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বলেন, অর্থ সঙ্কটের কারণে সড়কটি নির্মাণ করা সম্ভব হয়নি। বিকল্পভাবে হলেও অর্থ বরাদ্দ করে রাস্তা নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

বেলাল রিজভী/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়