ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘১৭ কোটি মানুষের জন্য কাজ করছেন শেখ হাসিনা’ 

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ৩ অক্টোবর ২০২১   আপডেট: ২১:১১, ৩ অক্টোবর ২০২১
‘১৭ কোটি মানুষের জন্য কাজ করছেন শেখ হাসিনা’ 

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৭ কোটি মানুষের জন্য কাজ করছেন। এ দেশের মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে রোল মডেল হিসাবে সারাবিশ্বের কাছে পরিচিত করেছেন। তাই তার প্রতি আস্থা রাখতে হবে। ’

রোববার (৩অক্টোবর) লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে সরকারি প্রাথমিক বিদ্যায়লের ১৩টি ভবন উদ্বোধন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৮০ জনকে চেক বিতরণের সময় সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন। 

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। আর সেই দায়ীত্ব আমার উপড় দিয়েছেন। যাতে কোনো প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ অধিকার থেকে বঞ্চিত না হয়।’

চেক বিতরণকালে মন্ত্রী আরো বলেন, ‘করোনাভাইরাসের সময় নিজেদের স্বাবলম্বী করতে দেওয়া হচ্ছে এককালীন এই অর্থ। এই টাকা দিয়ে নিজেকে প্রতিষ্ঠ করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যলয়ের পরিচালক আব্দুল মোতালেব সরকার, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যলয়ের অতিরক্ত পরিচালক মো: মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান সনি, কালীগঞ্জ থানার ওসি আরজু মো: সাজ্জাত হোসেনসহ প্রমুখ।  

ফারুক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়