ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিআইডির এএসআইর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক,যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ৩ অক্টোবর ২০২১  
সিআইডির এএসআইর বিরুদ্ধে মামলা

চাঁদাবাজির অভিযোগে যশোর সিআইডি পুলিশের এএসআই খাঁন মোহাম্মদ ইনামুল হাসানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। 

রোববার (৩ অক্টোবর) ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক মারুফ আহমেদ অভিযোগে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। 

বাদী পেক্ষের আইনজীবী ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের খোলাডাঙ্গা সার গোডাউনের পাশে ফিউচার আউট সোর্সিং প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয়। শরিফুল ইসলাম এ প্রতিষ্ঠানের  পরিচালক। যশোর সিআইডি পুলিশের এএসআই খাঁন মোহাম্মদ ইনামুল হাসান গত ২৬ সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি প্রতিষ্ঠানটিকে ভুয়া বলে কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এরপর প্রতিষ্ঠানের পরিচালক শরিফুলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে অফিস সীলগালা ও পরিচালককে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন খাঁন মোহাম্মদ ইনামুল হাসান। এরঠিক একদিন পর (২৭ সেপ্টেম্বর) ওই পুলিশ কর্ম্কর্তা্র মোবাইল নম্বরে (০১৭১০০১৪৪৬৬) ২ হাজার ৫০০ টাকা ও ২৯ সেপ্টেম্বর ২ হাজার ৫০০ টাকা বিকাশ করেন। পরে খাঁন মোহাম্মদ ইনামুল হাসান বাকি ৪৫ হাজার টাকার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন।  

এ বিষয়ে জানতে এএসআই খাঁন মোহাম্মদ ইনামুল হাসানের নাম্বারে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

বাদী রবিউল ইসলামের ব্যবহৃত ফোনে যোগাযোগ করা হলেও তিন ফোন ধরেননি। 

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়