ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২২ হাজার জেলে পাবে ৪৪০ মেট্রিক টন চাল

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ৩ অক্টোবর ২০২১  
২২ হাজার জেলে পাবে ৪৪০ মেট্রিক টন চাল

মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এ সময় সাগরে গিয়ে মাছ ধরতে না পারায় কক্সবাজারের ২২ হাজার জেলে পরিবারকে ৪৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। কয়েকদিনের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এ চাল বিতরণ শুরু হবে।

রোববার (৩ অক্টোবর) রাতে বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান। 

খালেকুজ্জামান বলেন, ‘২২ দিন নিষেধাজ্ঞার সময়ে কক্সবাজারে প্রতি জেলে পরিবারের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অথ্যাৎ ২২ হাজার জেলে পরিবারের জন্য ৪৪০ মেট্রিক টন চাল জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।  সবকিছু ঠিকঠাক থাকলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলেদের পরিবারে শিগগিরই চাল বিতরণ কার্যক্রম শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘জেলেদের সচেতনতা বৃদ্ধিতে অবিহিতকরণ সভা, মাইকিং, ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়েছে।  আইন বাস্তবায়নে মৎস্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। ’

মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য বিগত কয়েক বছরের মতো এবারও আশ্বিনের পূর্ণিমা উপলক্ষে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর।  এই সময়ে দেশে ইলিশ আহরণ ক্রয়-বিক্রয় পরিবহন ও মজুদ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।।  এ আদেশ অমান্য করলে অভিযুক্তদের সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে জানা গেছে।

তারেকুর/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়