ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নরসিংদীতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৮, ৪ অক্টোবর ২০২১  
নরসিংদীতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

নরসিংদীর রায়পুরা বাজারে অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। রবিবার (৩ অক্টোবর) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাজারের তুলার দোকান থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ৬টি দোকান এবং ৭/৮টি গোডাউন পুড়ে যায়। খবর পেয়ে নরসিংদী সদর ও রায়পুরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ব্যবসায়ী আবুল পাল জানান, আগুনে তার একটি বড় দোকান ও গুদাম পুড়ে গেছে। এতে তার ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বাজারের পাঁচটি মুদি, তুলার দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সৎজিত কুমার ঘোষ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল রহমান।

মাহমুদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়