ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলো শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৪ অক্টোবর ২০২১  
পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলো শ্রমিকরা

সড়ক দুর্ঘটনায় সহকর্মী নিহতের প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় সড়কের ওপর অবস্থান নেওয়া শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন।  

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেন তারা। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার বরকত উল্লাহ খান শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেন।  এর পরপরই শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। 

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত আরিফের পরিবারকে ক্ষতিপূরন দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে এ হত্যার বিচার করতে হবে।  কারখানার সামনে ওভারব্রিজ, অফিসে যাওয়ার পথের ফুটপাত দখল মুক্ত করা ও শ্রমিকদের রেস্ট টাইম বৃদ্ধি করা। 

আরো পড়ুন: গাজীপুরে শ্রমিক নিহত, গাড়িতে আগুন যানচলাচল বন্ধ 

এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার জাকির হোসেন, শিল্প পুলিশ ও আলিফ ক্যাজুয়েল ওয়্যার লিমিটেড কারখানার জিএম টিপু সুলতান। 

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় আলিফ ক্যাজুয়েল ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক আরিফ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হন। 

প্রতিষ্ঠিনের শ্রমিকেরা জানান, লাঞ্চ শেষে অফিসে ফেরার পথে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস আরিফ হোসেনকে চাপা দেয়।  এতে আরিফ হোসেন ঘটনাস্থলেই মারা যান।  দুর্ঘটনার খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার জাকির হোসেন জানান, সহকর্মীর নিহত হওয়ার খবর পেয়ে কারখানার শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে গাড়িতে আগুন দেয়।  ঘটনার পর থেকে ঘাতক বাসটির চালক পালাতক রয়েছে।  

রেজাউল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়