ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পরিমাপে কারচুপি, পেট্রোল পাম্পকে অর্ধ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৪ অক্টোবর ২০২১  
পরিমাপে কারচুপি, পেট্রোল পাম্পকে অর্ধ লাখ টাকা জরিমানা

তেলের পরিমাপে কারচুপি করায় খুলনার রূপসা এলাকার মেসার্স তুহিন ট্রেডার্স পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে অভিযানে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, ওই ফিলিং স্টেশনের তেল সরবরাহ পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার পর তেল পরিমাপে কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পাম্পে প্রতি ৫ লিটার ডিজেলে ৪১০ মি.লি. কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নূরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়