ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুলিশ লাঞ্ছিতের মামলায় ৪ জনের ১০ বছরের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ৪ অক্টোবর ২০২১  
পুলিশ লাঞ্ছিতের মামলায় ৪ জনের ১০ বছরের কারাদণ্ড

মাদারীপুরের পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার মামলায় শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লাভলু হাওলাদারসহ ৪ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার অপর সাত আসামিকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকিদের খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন। 

মাদারীপুর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং জানান, ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাট এলাকায় বাদশা শেখের দোকানে মাদক উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়। পরবর্তীতে শিবচর থানার এএসআই আলমগীর হোসেন বাদী হয়ে ১৯ জনের নামে একটি মামলা করেন। দীর্ঘ  শুনানি শেষে  সোমবার মামলার রায় ঘোষণা দিলেন বিচারক।

বেলাল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়