ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতিবন্ধীদের ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানে সেবা কার্যক্রম 

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৫ অক্টোবর ২০২১  
প্রতিবন্ধীদের ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানে সেবা কার্যক্রম 

মুজিববর্ষ উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য মোবাইল রিহ্যাবিলিটেশন ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ থেরাপি সেবা দেওয়া হয়েছে নাটোরে।

এই থেরাপি ভ্যানে প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি, বাক প্রতিবন্ধী, প্যারালাইসিস, বেল্স ও ফেসিয়াল পালসিসহ শরীরের বিভিন্ন অংশের হাড় ও পেশী ব্যথা নিরাময়ে সেবা দেওয়া হয়েছে। 

তিন দিনের ভ্রাম্যমাণ থেরাপি ক্যাম্পেইন কার্যক্রম মঙ্গলবার (৫ অক্টোবর) শেষ হচ্ছে। গত রোববার (৩ অক্টোবর) জেলার সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রম শুরু হয়।

সমাপনী দিনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম থেরাপি ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেন। হাতিয়ানদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গত দুই দিন আধুনিক থেরাপি ভ্যান অবস্থান করে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।  
সমাপনী দিনে বিকেল পাঁচটা পর্যন্ত থেরাপি ভ্যানের কার্যক্রম চলবে। 

সেবা প্রদানের জন্য ইউনিয়ন পরিষদ এলাকায় মাইকিং ও লিফলেটের মাধ্যমে প্রচারণা কার্যক্রম চালানো হয়। আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর বড়াইগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেরাপি ভ্যান অবস্থান করবে এবং সেবা দেওয়া হবে।  

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস বলেন, বর্তমান সরকার গ্রামগুলোতে শহরের মতো সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করছে।  জনগণকে সরকারি সব সেবা পৌঁছে দিতে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কাজ করছে। ইউনিয়ন পর্যায়ে পৌঁছে যাওয়া  ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানে শিশুসহ সব সেবা প্রত্যাশী মানুষ সেবা নিয়ে উপকৃত হবেন।
 

আরিফুল/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়