Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ৩০ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৬ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

নারায়ণগঞ্জে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:০৭, ৫ অক্টোবর ২০২১
নারায়ণগঞ্জে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সোনার বাংলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১০ শয্যা বিশিষ্ট কিডনী ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় নগর স্বাস্থ্য কেন্দ্র -৩ ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ সেন্টার উদ্বোধন করা হয়।  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভী সেন্টারটির উদ্বোধন করেন।।

আইভী বলেন, ‘েমানব সেবায় সোনার বাংলা ফাউন্ডেশন কাজ করছে।  নারায়ণগঞ্জে তারা আজ ১০ শয্যার কিডনী ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করে কিডনী রোগীদের চিকিৎসা নিশ্চিত করেছে। 
কিডনী রোগীরা এ সেন্টারে সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস করতে পারবেন।  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তাদের সঙ্গে হাত মিলিয়ে এ সেবা মানুষের কাছে পৌছে দিবে। ’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনার বাংলা ফান্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ ওয়াহিদ হোসেন, প্রধান উপদেস্টা হেসনে আরা বেগম, শুভেচ্ছা দূত কণ্ঠশিল্পী এস আই টুটুল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন ও সিটি কর্পোরেশনের প্রথম প্যানেল মেয়র আফরোজা হাসান ভিবাসহ প্রমুখ।

রাকিব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়