ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আপা’ সম্বোধনে ক্ষুব্ধ ইউএনও বললেন ‘মা’ ডাকতে

কুমিল্লা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:৫৮, ৫ অক্টোবর ২০২১
‘আপা’ সম্বোধনে ক্ষুব্ধ ইউএনও বললেন ‘মা’ ডাকতে

‘আপা’ সম্বোধন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার ব্যবসায়ী জামাল উদ্দিন (৪৫)। ঘটনার এক পর্যায়ে ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ‘মা’ বলে ডাকতে বলেন।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে ব্যক্তিগত কাজে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান জামাল উদ্দিন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াসমিনকে ‘স্যার’ বলে সম্বোধন করে কথা বলা শুরু করেন। কিন্তু এক পর্যায়ে তিনি সাবিনা ইয়াসমিনকে ‘আপা’ বলেন। আর এতেই বাধে বিপত্তি। ‘আপা’ সম্বোধনে সাবিনা ইয়াসমিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

জামাল উদ্দিন ঘটনাটি উল্লেখ করে (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দেন। যদিও পোস্টটি তিনি পরবর্তী সময়ে মুছে ফেলেন। পোস্টটির স্ক্রিনশট রাইজিংবিডির কাছে রয়েছে। ওই পোস্টে জামাল উদ্দিন লিখেছেন: ‘সরকারি কর্মকর্তাদের সাধারণ জনগণ ‘স্যার’ বলতে হবে এটা কি বাধ্যতামূলক? এ বিষয়ে সরকারের কোনো আইন আছে কি? ফ্যাক্ট: বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ‘আপা’ বলার কারণে খুব রাগান্বিত হয়েছেন। এটা নাকি অফিস অ্যাড্রেস না। আপা না বলে তাকে মা ডাকতাম। আমি লজ্জিত। দেশটা কি মগের মুল্লুক?’

এ প্রসঙ্গে জামাল উদ্দিন বলেন, ‘‘সোমবার দুপুরে আমার এক আত্মীয়ের জন্মনিবন্ধন সনদ সংশোধনের জন্য আমি ইউএনও'র কার্যালয়ে যাই। কথা বলার এক পর্যায়ে অপ্রত্যাশিতভাবে আমার মুখ থেকে ‘আপা’ শব্দটি বেরিয়ে যায়। এ সময় তিনি রেগে গিয়ে বলেন, ‘এটা তো অফিসিয়াল ভাষা না। তাহলে আপা না ডেকে ‘মা’ ডাকেন।’’

বিষয়টি নিয়ে জামাল উদ্দিন বিব্রত এবং লজ্জিত উল্লেখ করে বলেন, ‘যেখানে দেশের প্রধানমন্ত্রীকে আপা ডাকা যায়, সেখানে একজন ইউএনও'র এমন আচরণ সত্যিই দুঃখজনক।’

এ দিকে, ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়ে মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘তিনি (জামাল উদ্দিন) বয়স্ক মানুষ। এরপরও আমাকে ‘আপু’ ডেকেছেন। আমি তাকে বলেছি, আপনি আমার বাবার বয়সী, আমাকে ‘মা’ ডাকেন। কারণ বয়স্ক লোক ‘মা’ ডাকবে এটাই স্বাভাবিক।’

যার এক পা কবরে চলে গিয়েছে, সে আপু ডাকলে অবশ্যই তাতে আমার আপত্তি আছে বলে জানান সাবিনা ইয়াসমিন।  
 

আবদুর রহমান/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়