ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ৫ অক্টোবর ২০২১   আপডেট: ২০:৩০, ৫ অক্টোবর ২০২১
খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ কোটি টাকার ক্ষতি

খুলনার তেরখাদা উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ টি দোকান ও মালামাল রাখার গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। রূপসার উপজেলার সেনেরবাজার ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রূপসা সেনের বাজার ফায়ার সার্ভিসের ইউনিট। পরে তারা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তারা আরো জানান, আগুনে প্রায় ১৫ টি দোকান পুড়ে যায়। এতে দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। 

তেরখাদা বাজার কমিটির সাধারন সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক কচি বলেন, ‘মুদি ব্যবসায়ী সুধির সাহা নিজ দোকানে আগুন দিয়ে পিচ গলাতে যান। এ সময় আগুনের সূত্রপাত হয়।’ 

রূপসার উপজেলার সেনেরবাজার ফায়ার সার্ভিসের ইন্সটেক্টর নূর ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর আমাদের ইউনিট ঘটনাস্থলেএসে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।’ 

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন, ‘খবর শোনার পরই ফায়ার সার্ভিস ইউনিটকে জানিয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে সব মিলিয়ে ১০-১৫ টি দোকান, রাইচমিল ও মালামালের গুদাম পুড়ে যায়।’ 

তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, ‘আগুনে ৪/৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সুধীর সাহা ও কালু সাহার গোডাউনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আশঙ্কা করছি সব মিলিয়ে  দেড় থেকে দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।’

নুরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়