ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নারায়ণগঞ্জে নানা আয়োজনে মহালয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৬ অক্টোবর ২০২১  
নারায়ণগঞ্জে নানা আয়োজনে মহালয়া অনুষ্ঠান

মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেড়'শ বছরের ইতিহাসে নারায়ণগঞ্জে এবাই প্রথম কোনো পূজা মন্ডপে আনুষ্ঠানিকভাবে মহালয়া অনুষ্ঠিত হলো।

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় স্থাপিত প্রায় দেড়’শ বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মী নারায়ণ আখড়ায় শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ বারোয়ারী পূজা মণ্ডপ কমিটি এ বছরই প্রথম আনুষ্ঠানিকভাবে মহালয়া অনুষ্ঠান করে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর পাঁচটা থেকে মহালয়া অনুষ্ঠানে উলু দিয়ে চণ্ডীপাঠ, পূজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ ও সুরের মূর্ছনায় আরতি করে ভক্তরা মা দুর্গাকে আহ্বান করেন। আনন্দ, উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশে সব বয়সের নারী পুরুষ মহালয়া অনুষ্ঠানে যোগ দেন। 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উন্মেষ সাংস্কৃতিক সংসদের শিল্পীরা চণ্ডীপাঠ, নৃত্য ও দেবী দুর্গার মহিষাসুর বধ পাঠে অংশ নেন। হিন্দু শাস্ত্রমতে, আজ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর মহালয়া তিথিতে দেবী দুর্গা মর্ত্যলোকে আগমন করেন।

মহালয়া অনুষ্ঠানে আসা ভক্তরা বলেন, নারায়ণগঞ্জে এ বছর প্রথম মহালয়া অনুষ্ঠান হলো। আর এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে অনেক আনন্দিত।

শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ বারোয়ারী পূজা কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাস বলেন, প্রায় দেড়’শ বছরের ঐতিহ্যবাহী মণ্ডপে নারায়ণগঞ্জে এ বছরই প্রথম আনুষ্ঠনিকভাবে মহালয়া অনুষ্ঠান করতে পেরে আমরা উচ্ছ্বসিত। ভক্তদের ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতেও মহালয়া অনুষ্ঠান করবো বলে আশা করছি। সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে আসার আহবান জানাচ্ছি। 

রাকিব/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়