ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভোলায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৪ জনের কারাদণ্ড

ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ৬ অক্টোবর ২০২১  
ভোলায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৪ জনের কারাদণ্ড

`মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১" কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (৬ অক্টোবর) ভোলা বোরহানউদ্দিন উপজেলার সীমান্তবর্তী মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়েছে পৃথক ভ্রম‌্যমাণ আদালত। এ সময় গ্রেপ্তার করা হয় ছয়জনকে। গ্রেপ্তারকৃতদের মধ‌্যে চারজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের দুটি পৃথক ভ্রাম‌্যমাণ আদালত নিষিদ্ধ কালীন সময়ে মা ইলিশ শিকারের জন‌্য ৬ জনকে জেল জরিমানা করেন। আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ‌্যে আদালত চারজনকে এক বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে আদালত একজনকে দুই হাজার টাকা জরিমানা এবং প্রতিবন্ধী হওয়ায় অপর একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। 

আবদুল মালেক/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়