ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পশুর নদীতে বিলীন ৫০ মিটার বাঁধ, তলিয়ে গেছে আমন ক্ষেত

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৬ অক্টোবর ২০২১  
পশুর নদীতে বিলীন ৫০ মিটার বাঁধ, তলিয়ে গেছে আমন ক্ষেত

খুলনার দাকোপ উপজেলার পানখালীর খলিশা স্লুইচ গেটের উত্তর পাশে ওয়াপদার ৫০ গজ বেড়িবাঁধ পশুর নদীগর্ভে বিলীন হয়েছে। এতে তলিয়ে গেছে শত শত বিঘা আমন ধানের ক্ষেত। এছাড়া নদীর জোয়ারের পানিতে ভেসে গেছে অর্ধশত পুকুরের মাছ। 

বুধবার (৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডর উপ বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার। 

এদিকে, বধুবার বিকেলে ওয়াপদার বেড়িবাঁধের ভাঙন অংশে রিং বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান ও উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস । 

একই দিন সকাল ১১ টার দিকে উপজেলার পানখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩১ নম্বর পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার খলিশা স্লুইচ গেটের উত্তর পাশে বেড়িবাঁধের ৫০ গজ পশুর নদীতে বিলীন হয়। নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় পানখালীর খলিসা, পানখালী মধ্যপাড়া ও পূর্বপাড়া গ্রামের অর্ধশত পুকুরের সাদা মাছসহ তলিয়ে গেছে আমন ফসলের ক্ষেত। 

বাঁধ পরিদর্শনের সময় অন‌্যদের মধ‌্যে আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্বাবধায়ক প্রকৌশলী মো. শফি উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডর উপ বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার, দাকোপ সহকারী প্রকৌশলী মধুসুধন মল্লিক, পানখালী ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ছাব্বির আহমেদসহ প্রমুখ।

 নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়