ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘প্রধানমন্ত্রী কক্সবাজারকে ভালোবাসেন তাই মেগা প্রকল্পের উদ্যোগ নিয়েছেন’

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৩৮, ৭ অক্টোবর ২০২১
‘প্রধানমন্ত্রী কক্সবাজারকে ভালোবাসেন তাই মেগা প্রকল্পের উদ্যোগ নিয়েছেন’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কক্সবাজারকে ভালোবাসেন বলে এখানে বড় বড় মেগা প্রকল্পের উদ্যোগ নিয়েছেন। সমুদ্রবুকে রানওয়ে, আন্তর্জাতিক বিমান বন্দর, রেললাইন প্রকল্প, মহেশখালী মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, টেকনাফ ট্যুরিজম পার্ক থেকে শুরু করে দ্বীপাঞ্চল সোনাদিয়া-কুতুবদিয়ায় উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিয়েছে সরকার।’

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে কক্সবাজারের হোটেল শৈবালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতি বৃহস্পতিবার ও শনিবার কক্সবাজার থেকে সৈয়দপুর আসা-যাওয়া করবে বিমান।

মাহবুব আলী বলেন, ' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশকে পর্যটন সমৃদ্ধ সুইজারল্যান্ডের মতো বানাতে। তিনি কক্সবাজারকে খুব বেশি ভালোবাসতেন। তাই কক্সবাজারকে পর্যটন শহর হিসেবে সাজাতে তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দর ঝাউবন নিয়ে গড়ে ওঠা কক্সবাজারে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটন শহর হিসেবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে দেশের বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে বিমানযোগে পর্যটক আসতে পারবে।  বিভিন্ন প্রান্তের মানুষ যাতে বিনোদনের জন্য সরাসরি কক্সবাজার আসতে পারে, সে জন্য আমরা এই ফ্লাইটটি চালু করেছি। যাতে মানুষ অল্প খরচ ও খুব সহজে কক্সবাজার ভ্রমণ করতে পারেন।’

বাংলাদেশ বিমান শনিবার দুপুর ১ টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ২টা ৫৫ মিনিটে সৈয়দপুরে পৌঁছাবে। আবার সৈয়দপুর থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা ২০ মিনিটে কক্সবাজার আসবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কক্সবাজার থেকে সৈয়দপুরে বিমানের ভাড়া ধরা হয়েছে সর্বনিম্ন ৫ হাজার ৯০০ টাকা। উদ্বোধনী ফ্লাইটে প্রতি টিকিটের উপর ১৫ শতাংশ বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে বাংলাদেশ বিমান কক্সবাজার জেলা ব্যবস্থাপক (০১৭৭৭-৭৭৫৫২৬) এবং বাংলাদেশ বিমান কক্সবাজার স্টেশন ম্যানেজার (০১৭৭৭-৭৭৫৫২৭) যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল, কক্সবাজার স্থানীয় সরকার উপ-পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামসহ প্রমুখ।

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়