ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রতারণার মামলায় ছাত্রলীগ নেতার জেল জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:২১, ৭ অক্টোবর ২০২১
প্রতারণার মামলায় ছাত্রলীগ নেতার জেল জরিমানা

ব্যাংক চেকের মাধ্যমে প্রতারণা মামলায় ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) তৃতীয় জেলা দায়েরা জজ আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামুন আদালতে উপস্থিত ছিলেন না।  

বাদী পক্ষের আইনজীবি নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল হক জানান, পূর্ব পরিচিত মো. কামরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ২৪ লাখ টাকা ধার নেন ছাত্রলীগ নেতা মামুন। পরে আলোচনার মাধ্যমে কামরুলকে ন্যাশনাল ব্যাংক ভালুকা শাখার অধীনে ১৮ লাখ টাকার একটি চেক দেন মামুন। কিন্তু মামুনের একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী কামরুল বাদী হয়ে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতে ব্যাংক চেকের মাধ্যমে প্রতারণা অভিযোগে মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

মিলন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়