ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হিলি বন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ৭ অক্টোবর ২০২১   আপডেট: ২১:৪৫, ৭ অক্টোবর ২০২১
হিলি বন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে

দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। তবে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

রাইজিংবিডিকে জামিল হোসেন বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরে সব প্রকার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতীয় হিলির সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন একটি চিঠির মাধ্যমে আমাদের এ বিষয়টি জানিয়েছেন। তারা জানান এই ৬ দিন ব্যবসায়ীদের কোনো প্রকার পণ্য এই বন্দরে আমদানি-রপ্তানি করবেন না।’

হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল জানান, পূজা উপলক্ষে ভারত থেকে ৬ দিন কোন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।’

মোসলেম উদ্দিন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়