ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাটুরিয়ায় পারের অপেক্ষায় আটশো যানবাহন, ভোগান্তি

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:৩৩, ৮ অক্টোবর ২০২১

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় রয়েছে আটশো যানবাহন। এ নৌরুটে ২০ ফেরির মধ্যে ১৮ ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

দুটি ফেরি মেরামত কারখানায় থাকায় এ নৌরুটে ভোগান্তি আরও বেড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পারাপার করায় ট্রাক চালকদের বেশি ভোগান্তি বেড়েছে।

পাটুরিয়া ট্রাক টার্মিনালে তিনশো ট্রাক ও আরসিএল মোড় থেকে নবগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত তিনশো ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া পরিবহন বাস ও ছোট গাড়ি মিলিয়ে দুইশো যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। 

শুক্রবার (৮ অক্টোবর)  সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

ট্রাকচালক সোবাহান মোল্লা বলেন,  ‘গতকাল বিকেলে পাটুরিয়া ঘাট এলাকায় এসেও ফেরিতে উঠতে পারিনি। নৌরুটে যানবাহনের বাড়তি চাপ থাকায় ভোগান্তিতে পড়েছি।’

আরেক ট্রাকচালক রশিদ ব্যাপারী বলেন, ‘ঘাট এলাকায় ফেরির অপেক্ষায় বসে আছি। পরিবহন বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় সিরিয়ালেই আটকে আছি। নিজের পকেটের টাকা খরচ করে ঘাট এলাকায় সময় পার করতে হচ্ছে।’

গোল্ডেন লাইন পরিবহনের চালক কামাল মিয়া বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন বাস পারাপার করা হলেও ফেরি পেতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। পূজার ছুটিতে পরিবহন বাসের চাপ বাড়ায় এ ভোগান্তি বেড়েছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ( বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য)  মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮ ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে জরুরি পরিবহন, পরিবহন বাস ও ছোট গাড়ি পারাপার করায় ট্রাকগুলো সিরিয়ালে আছে। বাস ও ছোট গাড়ির চাপ কমলে ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হবে।

চন্দন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়