ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বাগেরহাটে ঠিকাদার গুলিবিদ্ধ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ৮ অক্টোবর ২০২১   আপডেট: ২২:১৯, ৮ অক্টোবর ২০২১
বাগেরহাটে ঠিকাদার গুলিবিদ্ধ

বাগেরহাটে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সিরাজুল ইসলাম মনক (৪৫) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।  

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকায় তাকে গুলি করা হয়। তবে কারা ও কী কারণে তাকে গুলি করেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। 

গুলিবিদ্ধ মনককে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। 

গুলিবিদ্ধ মনক শহরের কৃষ্ণনগর এলাকার প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উন্নয়নের ঠিকাদারি কাজ করে আসছেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, সন্ধ্যায় ঠিকাদার মনক কৃষ্ণনগর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সিরাজুলকে লক্ষ্য করে প্রথমে একটি গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভেদ হলে আবারও গুলি চালায়। একটি গুলি মনকের ডান পায়ের কোমরের নিচে উরুতে বিদ্ধ হয়। গুলি করে অস্ত্রধারীরা পালিয়ে যায়। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কারা, কী কারণে ঠিকাদারকে গুলি করে হত্যার চেষ্টা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্রধারীদের শনাক্ত করতে পুলিশ অভিযান শুরু করেছে। 

টুটুল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়