ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফরিদপুরে ইলিশ শিকারের দায়ে ৪৭ জেলের কারাদণ্ড

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ৯ অক্টোবর ২০২১  
ফরিদপুরে ইলিশ শিকারের দায়ে ৪৭ জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায ৪৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ অক্টোবর) ভোরে রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.  জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ সকল জেলেদের আটক করে। এরপর তাদের কারাদণ্ড দেওয়া হয়।

ইলিশ মাছ রক্ষায় প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার বন্ধ ঘোষণা করেছে সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ৪৭ জেলের মধ্যে ৮ জনকে ২ মাস করে এবং বাকি ৩৯ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে ৪০ কেজি ইলিশ ও ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে চরবলাশিয়া ট্রলারঘাটে জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। আর ইলিশ মাছ সদরপুর এতিমখানায় দেওয়া হয়।

ইলিশ রক্ষার্থে অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। 
 

উজ্জ্বল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়