ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৯ অক্টোবর ২০২১  
খুলনায় ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (০৯ অক্টোবর) সকালে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত কৃষকের নাম মো. রবিউল ইসলাম মাহমুদ (৪৬)। তিনি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আবু বকস্ মাহমুদের ছেলে। 

স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান বাবলু জানান, ক্ষেতের ইঁদুর মারার জন্য রবিউল নিজের বরিং এর মোটর থেকে চিকন জিআই তার দিয়ে ধান ক্ষেত্রের আইলের চারপাশ ঘিরে রাখেন। শুক্রবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে ধান ক্ষেতে যান রবিউল। কিন্তু রাত ১২টার পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। শনিবার ভোরে গ্রামবাসী মিলে আবার তাকে খুঁজতে বের হয়। সকাল ৮টার দিকে তার ভাইপো ইয়াসিন মাহমুদ ধান ক্ষেত্রের আইলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন রবিউলকে। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, রবিউলের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়