ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধামইরহাটে শিক্ষকের বিরুদ্ধে কলেজের গাছ কাটার অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ৯ অক্টোবর ২০২১  
ধামইরহাটে শিক্ষকের বিরুদ্ধে কলেজের গাছ কাটার অভিযোগ

নওগাঁর ধামইরহাটে মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি প্রশাসক মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে কলেজের গাছ কেটে বিক্রয় করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আরো অনেক শিক্ষক জড়িত বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, কিছুদিন আগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম ও ইংরেজি প্রভাষক মো. নাসির উদ্দিনসহ আরো কয়েকজন শিক্ষকের যোগসাজশে মহিলা ডিগ্রি কলেজের বনকাঁঠাল, আকাশমনি, নিম গাছসহ বেশ কয়েকটি গাছ রেজুলেসন ছাড়াই স্থানীয় দুইটি ছমিলে বিক্রয় করেন। পরে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ওই শিক্ষক স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে বসে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইটের প্রাচীর দিয়ে ঘেরা ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের পূর্ব পাশে ফলজ, বনজ গাছের বাগান রয়েছে। বাগানের ভেতর থেকে অনেকগুলো গাছ কেটে গাছের গোড়া গুলো মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে কতগুলো গাছ কাটা হয়েছে তার সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি।

অভিযুক্ত প্রভাষক নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি ১০টি গাছ কেটে বিক্রি করেছি। তবে গাছ বিক্রয়ের টাকাগুলো নতুন গাছ লাগানোর কাজে ব্যয় করা হয়েছে। এ বিষয়টি আমি কলেজ কর্তৃপক্ষকে অবগত করেছি।’

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ‘কলেজে ৮ থেকে ১০টি পুরনো গাছ কেটে পুনরায় নতুন গাছ লাগানোর জন্য ইংরেজি প্রভাষককে বলা হয়েছিল। আর উনি সেটাই করেছেন। কলেজের সবাইকে নিয়ে এ বিষয়ে আলোচনা করে সমাধান করা হবে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘ব্যক্তিগত কারণে দুদিন ছুটিতে আছি। এলাকায় না থাকায় এ বিষয়ে আমি কিছু জানিনা।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায় বলেন, ‘আমি কিছু জানিনা। তাছাড়া লিখিতভাবে কেউ আমার কাছে অভিযোগ করেননি।’ 

ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী বলেন, ‘গাছ কাটার কথা আমি লোকমুখে শুনেছি। কিন্তু আমার কাছে কেউ কোনো অভিযোগ করেননি।’ 

অরিন্দম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়