ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ১৩১ জনের মনোনয়ন দাখিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ১০ অক্টোবর ২০২১  
চাঁপাইনবাবগঞ্জে ১৩১ জনের মনোনয়ন দাখিল

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদসহ বিভিন্ন পদে ১৩১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।  

রোববার (১০ অক্টোবর) সন্ধায় রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান।

মোতাওয়াক্কিল রহমান জানান, যারা মনোনয়ন দাখিল করেছেন তাদের মধ্যে ৯ জন মেয়র প্রার্থী। এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ২৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯৯ জন রয়েছেন। 

মেয়র পদে মনোনয়ন দাখিল করা ব্যক্তিরা হলেন ময়েজ উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল মতিন, শাহ নেওয়াজ খান, মোখলেসুর রহমান, মুনিরুজ্জামান, সামিউল হক লিটন, মোস্তাফিজুর রহমান (মুকুল), আব্দুল হাকিম।

তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর সভায় ৫টি সংরক্ষিত ওয়ার্ড আছে। এ পাঁচটি আসনে ২৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। যার মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ৭ জন, ২ নম্বর ওয়ার্ডে ৩, ৩ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৬ জন মনোনয়ন দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের অনুরোধের প্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তা রাজশাহী বিভাগীয় নির্বাচন অফিসকে মনোনয়ন দাখিলের জন্য একদিন বর্ধিত করতে অনুরোধ জানান। ফলে ১০ অক্টোবর (রোববার) মনোনয়ন জমা নেয় জেলা নির্বাচন অফিস। 

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- সপ্তম ধাপে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ অক্টোবর।  মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর।

শিয়াম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়