ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গভীর রাতে পুড়ে গেল কাগজ কারখানা

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১১ অক্টোবর ২০২১   আপডেট: ১১:৫৭, ১১ অক্টোবর ২০২১
গভীর রাতে পুড়ে গেল কাগজ কারখানা

সাভারে আগুনে পুড়ে গেছে একটি কাগজ প্রস্তুতকারক কারখানা। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (১০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় জামাল মার্কার পেপার কনভার্টিং টিনশেডের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাতে কাগজ প্রস্তুতকারক কারখানায় আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস চারটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে পুড়ে যায় কারখানার ভেতরের মালামাল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সাব্বির/সুমি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়