ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেবীর বোধনের মধ্যে দিয়ে চট্টগ্রামে দুর্গোৎসব শুরু

চট্টগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১১ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:০৯, ১১ অক্টোবর ২০২১
দেবীর বোধনের মধ্যে দিয়ে চট্টগ্রামে দুর্গোৎসব শুরু

দেবীর বোধনের মধ্যে দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে দূর্গোৎসব। রোববার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানায় ২৭৬টি মণ্ডপ ও জেলার ১৫টি উপজেলায় ১ হাজার ৯৬৪টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত রাইজিংবিডিকে জানান, উৎসব এবং আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা শুরু হয়েছে চট্টগ্রাম নগরী এবং জেলার প্রতিটি উপজেলায়।

তিনি বলেন, এ বছর চট্টগ্রামের ১৫ উপজেলায় ১ হাজার ৯৬৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগরের প্রধান পূজামণ্ডপ জেএম সেন হল প্রাঙ্গণসহ ১৬টি থানায় ব্যক্তিগত, ঘটপূজাসহ ২৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

করোনার সংক্রমণ রোধে গত বছরের মতো এবারও উৎসব পরিহার করে মাঙ্গলিক আনুষ্ঠানিকতায় হবে দুর্গাপূজা। পূজা শান্তিপূর্ণ রাখতে জেলা ও মহানগর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকরা কাজ করছে।

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়