ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেনাবাহিনীর চট্টগ্রাম বেইজে যুক্ত হলো দুটি অত্যাধুনিক হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১১ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:১৩, ১১ অক্টোবর ২০২১
সেনাবাহিনীর চট্টগ্রাম বেইজে যুক্ত হলো দুটি অত্যাধুনিক হেলিকপ্টার

বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অ্যাভিয়েশন বেইজে যুক্ত হয়েছে দুটি অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার। 

সোমবার (১১ অক্টোবর) সকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চট্টগ্রামের পতেঙ্গা আর্মি অ্যাভিয়েশন গ্রাউন্ডে এই দুটি হেলিকপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চট্টগ্রাম আর্মি অ্যাভিয়েশন বেইজ।

সেনাবাহিনী জানায়, চট্টগ্রামে ইতিপূর্বে সেনাবাহিনীর কোনো ফরোয়ার্ড অ্যাভিয়েশন বেইজ ছিলো না। ২০৩০ সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের অংশ হিসেবে চট্টগ্রামে প্রথম অ্যাভিয়েশন বেইজ স্থাপন এবং এই বেইজে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা হয়েছে অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার দুটি। এগুলো নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে আকাশ থেকে ভূমিতে অনুসন্ধান ও পর্যবেক্ষণে কাজ করবে। এছাড়া হেলিকপ্টার দুটি দুর্গম পার্বত্য এলাকায় চিকিৎসা সহায়তা, মিশন পরিচালনা ও সীমিত আকারে জরুরি রসদও সরবরাহ করতে পারবে।

রেজাউল/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়