ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতীয় কর্মকর্তাদের মধ্যে সাতক্ষীরা পুলিশের মিষ্টি বিতরণ 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ১১ অক্টোবর ২০২১  
ভারতীয় কর্মকর্তাদের মধ্যে সাতক্ষীরা পুলিশের মিষ্টি বিতরণ 

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, আমদানি-রপ্তানিকারকদের ব্যবসায়ী সংগঠন ও ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।  

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (১১ অক্টোবর) দুপুরে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে মিষ্টি বিতরণ করা হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের পক্ষে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. ইয়াছিন আলম চৌধুরী ভারতীয় স্থলবন্দরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন (ওসি) জাহাঙ্গীর হোসেন, আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী সংগঠন ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, অর্থ সম্পাদক দিপঙ্কর ঘোষ, কার্যকরী সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী। 

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ঘোজাডাঙ্গা বন্দরের কাস্টম সুপার ভাস্কর দে, বিএসএফ ক্যাম্পের এসআই গৌরি সরকার প্রসাদ, ঘোজাডাঙ্গা সিএনডিএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ভুলা ঘোষ, সাধারণ সম্পাদক সঞ্জীব মন্ডলসহ প্রমুখ।

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়