ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৬ হাজার ফাইজারের টিকা পেলো চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১২ অক্টোবর ২০২১   আপডেট: ১২:১৭, ১২ অক্টোবর ২০২১
১৬ হাজার ফাইজারের টিকা পেলো চট্টগ্রাম

চট্টগ্রামের মানুষের জন্য প্রথমবারের মতো ফাইজারের ১৬ হাজার ১৩০টি করোনার টিকা এসেছে। সোমবার (১১ অক্টোবর) রাতে ফ্রিজার ভ্যানে এসব টিকা ঢাকা থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসে পৌঁছে।  

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, এতোদিন চট্টগ্রামের মানুষকে মডার্না, অ্যাস্ট্রোজেনেকা করোনা ভ্যাকসিন দেওয়া হলেও প্রথমবারের মতো চট্টগ্রামের জন্য ফাইজারের ১৬ হাজার ১৩০টি টিকা পাওয়া গেছে। নতুন চালানের এসব টিকা শিগগিরই বিতরণের ব্যবস্থা করা হবে। 

রেজাউল/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়