ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গোপালগঞ্জে ১৬০ কেজি আফ্রিকান মাগুর ও পিরানহা জব্দ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১২ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:৪১, ১২ অক্টোবর ২০২১
গোপালগঞ্জে ১৬০ কেজি আফ্রিকান মাগুর ও পিরানহা জব্দ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৬০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

মঙ্গলবার (১২ অক্টোবার) দুপুরে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিসার খায়রুল ইসলাম জানান, সদর বাজারে নিষিদ্ধ মাগুর ও পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের রহমান রাশেদ।  এ সময় ১৬০ কেজি মাগুর ও পিরানহা মাছ জব্দ হয়। এর মাধ্যে চাষ হওয়া নিষিদ্ধ মাগুর মাছ এতিমখানায় দেওয়া হয়েছে। পিরানহা মাছ আগুনে পুড়িয়ে ও মাটি চাপা দিয়ে নষ্ট করা হয়েছে।

অভিযান চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোশারফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা দেবদুলাল সাহাসহ প্রমুখ।

বাদল সাহা/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়