ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মূল্য তালিকা না থাকায় ৪ ব্যক্তিকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ১২ অক্টোবর ২০২১  
মূল্য তালিকা না থাকায় ৪ ব্যক্তিকে জরিমানা

হবিগঞ্জ জেলার বাহুবল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(১২ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

এছাড়া উপজেলার পুটিজুরীর আব্দানারায়ণ গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। 

জব্দকৃত মেশিন ও বালু স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। 

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়