ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাগেরহাটে করোনা আক্রান্ত শূন্যের কোঠায়

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১২ অক্টোবর ২০২১  
বাগেরহাটে করোনা আক্রান্ত শূন্যের কোঠায়

সারা দেশের মতো বাগেরহাটেও করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত দুইদিন ধরে বাগেরহাটে কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। 

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে পাওয়া রিপোর্টে ১৮ জনের নমুনা পরীক্ষায় কারও পজেটিভ রেজাল্ট আসেনি। এর আগে সোমবার (১১ অক্টোবর) প্রাপ্ত রিপোর্টে ৭০ জনের নমুনা পরীক্ষায়ও কারও করোনা শনাক্ত হয়নি। 

রোববার (১০ অক্টোবর) প্রাপ্ত রিপোর্টে ৬৭ জনের নমুনা পরীক্ষায় মাত্র ৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষ। তবে সংক্রমণের হার শূন্যে রাখতে সকলকে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেছেন জেলা সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার ৯ উপজেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৯০৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৪৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। 

সোমবার (১১ অক্টোবর) রাত পর্যন্ত বাগেরহাটে ৫ লাখ ৯২ হাজার ৯৭২ জন মানুষ অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে ৪ লাখ ৭৯ হাজার ৩১৩ জন টিকা নিয়েছেন। টিকা গ্রহিতাদের মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৬ জন নিয়েছেন দুই ডোজ এবং ৩ লাখ ৯৫ হাজার ৪৯২ জন পেয়েছেন প্রথম ডোজ। বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত ৬ লাখ ৬৮ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছে। বর্তমানে ৭৭ হাজার ৯১৮ ডোজ টিকা মজুদ রয়েছে। জেলায় ৩০ ভাগ মানুষ টিকা নিয়েছে। 

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, প্রথম থেকে বাগেরহাট জেলা করোনামুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু মাঝে করোনা শনাক্ত ও মৃত্যুর পরিমাণ বেড়েছিলো। বর্তমানে করোনা শনাক্তের হার অনেক কম। বেশিরভাগ দিনই একজন অথবা শূন্যের কোঠায় থাকে। 

এই অবস্থা ধরে রাখতে সকলকে আরও বেশি সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানান সিভিল সার্জন। 
 

টুটুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়