ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যমুনায় জেলের জালে ডলফিন

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৩ অক্টোবর ২০২১   আপডেট: ০৮:৩৪, ১৪ অক্টোবর ২০২১
যমুনায় জেলের জালে ডলফিন

ডলফিন নিয়ে যাচ্ছে দুই জেলে। নিজস্ব ছবি

মানিকগঞ্জে গত দুই দিনে জেলেদের জালে ২টি ডলফিন ধরা পড়েছে। তবে বিষয়টি জানা নেই জেলা মৎস্য বিভাগের।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার ( ১২ অক্টোবর) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে ১টি ডলফিন ধরা পড়ে। জেলেরা জানান, মাছ ধরার সময় তাদের জালে ডলফিনটি ধরা পড়ে।

এর আগে গত সোমবার (১১ অক্টোবর) দৌলতপুর উপজেলার চরকাটারি বোর্ড ঘর এলাকায় যমুনা নদী থেকে আরও ১টি ডলফিন ধরা পড়ে। এ বিষয়ে আলফে সানি নামের একজন একটি ফেসবুক গ্রুপে ডলফিনের ছবিসহ পোস্ট করেন।

দৌলতপুর উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রনি সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডলফিন ২টি ধরা পড়ার বিষয়ে তারা কিছু জানেন না। তবে যমুনা নদীতে বর্তমানে কিছু কিছু ডলফিন দেখা যাচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমি নিজেও বেশ কিছু ডলফিন দেখেছি এই এলাকায়। জেলেদের বেড় জালে ডলফিন ধরা পড়ার সম্ভাবনা আছে।

জেলা মৎস্য কর্মকর্তা মহম্মদ সাইফুর রহমান বলেন, যমুনা নদীতে ডলফিনের বসবাসের সম্ভাবনা আছে। এ নদীতে অবাধে স্পিডবোড, ট্রলার ও বড় বড় নৌকা চলাচল করায় ডলফিনগুলো হয়তো পাড়ে চলে আসছে। এছাড়া এসব নৌযানের কারণে ডলফিন আঘাতপ্রাপ্ত হতে পারে। তবে গত তিন দিনে ডলফিন ধরা পড়ার বিষয়ে তিনি কিছু জানেন না।

চন্দন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়