ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৃহস্পতিবার স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৩ অক্টোবর ২০২১   আপডেট: ২১:০৮, ১৩ অক্টোবর ২০২১
বৃহস্পতিবার স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকা

মানিকগঞ্জে  বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী ১০০ স্কুল শিক্ষার্থীকে ফাইজারের করোনার টিকা দেওয়া হবে। 

বুধবার ( ১৩ অক্টোবর) রাত পৌনে ৮টার  দিকে মানিকঞ্জরভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

ডা. লুৎফর রহমান জানান, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বৃহস্পতিবার মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে ১০০ জন স্কুল শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার উদ্বোধন করবেন । এক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৭ বছরের মধ্যে। জেলার শহরের সরকারি বালক উচ্চ বিদ‌্যালয়ের ৫০ জন এবং সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ জন শিক্ষাথীদের এদিন ফাইজারের টিকা দেওয়া হবে। 

তিনি আরো বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে  ইতোমধ্যে টিকা কার্যক্রম চলছে।এখন  স্কুলগামী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রস্তুতি চলছে।

 চন্দন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়