ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্যোগ প্রশমন দিবসে বাগেরহাটে আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ১৩ অক্টোবর ২০২১  
দুর্যোগ প্রশমন দিবসে বাগেরহাটে আলোচনা সভা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বাগেরহাটে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বুধবার (১৩ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার, বাগেরহাট রেডক্রিসেন্টের যুব প্রধান শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগ কমাতে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবেশ দূষন হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। কার্বন নিঃসরণ কমাতে আরো বেশি বেশি গাছ রোপন করতে হবে।

র‌্যালি ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

টুটুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়