ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বলতম দেশ বাংলাদেশ’ 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১৩ অক্টোবর ২০২১  
‘সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বলতম দেশ বাংলাদেশ’ 

স্কয়ার গ্রুপের পরিচালক ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, ‘বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে পৃথিবীর অন্য কোন দেশে এমন সম্প্রীতির দৃষ্টান্ত নেই। এখানে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসবে একে অপরের আনন্দ ভাগাভাগি করে নেয়।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার (১৩ অক্টোবর) রাতে পাবনার কয়েকটি মন্দির পরিদর্শন শেষে জয়কালী মন্দিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ বছর পাবনায় ৩৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

অঞ্জন চৌধুরী পিন্টুর সঙ্গে এ সময় পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিনয় জ্যোতি কুন্ডু, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ, জেলা আওয়ামী লীগৈর সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

শাহীন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়