ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১০ বছর পর কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের তফসিল 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১৪ অক্টোবর ২০২১  
১০ বছর পর কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের তফসিল 

১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন। সীমানা  নির্ধারনসহ নানা জটিলতার কারণে ১০ বছর এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর)  দুপুরে কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই পৌরসভায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। 

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সারা দেশের ১ হাজার ৭ টি ইউনিয়ন ও ১০ টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এবং ৭ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। 

ইউনিয়নগুলি হচ্ছে, মধ্যপাড়া, বোয়ালী, ফুলবাড়িয়া, চাপাইর, সূত্রাপুর, ঢালজোড়া ও আটাবহ। 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহার করার শেষ দিন ১১ নভেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠেয় হবে আগামী ২৮ নভেম্বর।

কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সামছুজ্জামান জানান, তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত , ২০০১ সালের এপ্রিল মাসে গঠিত কালিয়াকৈর পৌরসভায় ২০০৩ সালে কার্যক্রম শুরু হয়। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মো. মজিবুর রহমান পুনরায় মেয়র হিসেবে চেয়ারে বসেন। এরপর সময় পার হলেও শ্রীফলতলী ইউনিয়নের সিমানা নির্ধারন নিয়ে জটিলতার কারণে দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিলো। সর্বশেষ বর্তমান মেয়রের হস্থক্ষেপে পৌরসভার সীমানার বিষয়টি সামাধান হলে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘেষণা করেন। একই সঙ্গে অন্য উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেগুলির তফসিল ঘোষণা করা হয়।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়