ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে পারবো:  স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১৪ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:১০, ১৪ অক্টোবর ২০২১
সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে পারবো:  স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘শিক্ষার্থীরা যাতে করোনাভাইরাস থেকে নিরাপদে এবং সুরক্ষিত থাকে এ জন্য আজকে পরীক্ষামূলক ভাবে আমরা স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু করলাম। আমাদের হাতে এখন ৬০ লাখ টিকা আছে। যা আমরা ৩০ লাখ ছেলে-মেয়েদের দিতে পারব। আশা করছি পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে আমরা টিকার আওতায় আনতে পারবো।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) )  দুপুরে মানিকগঞ্জ  কর্নেল মালেক কলেজে স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনা টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন । 

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি মানুষকে টিকা দেওয়া এবং স্কুলগামী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা। আজকে আমরা আনন্দিত। মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করতে পেরে।’

জাহিদ মালেক বলেন, ‘এই হাসপাতালে আজকে ১২০ জনকে টিকা দেওয়া হলো এবং পরবর্তীতে দেশের প্রায় ২১ টি জায়গায় এই টিকা কর্মসূচি শুরু করব।  আমরা প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দিব। ফাইজারে টিকাটি খুবই ভালমানের। ইউরোপের অনেক দেশেই এই টিকা দেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত,মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা সেটি দেখার জন্য এসব শিক্ষার্থীদের ১০ থেকে ১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। 

চন্দন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়