ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লালমনিরহাটে ভেসে বেড়াচ্ছে একটি স্বপ্নাদেশের গুজব

ফারুক আলম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১৫ অক্টোবর ২০২১   আপডেট: ১০:১৩, ১৫ অক্টোবর ২০২১
লালমনিরহাটে ভেসে বেড়াচ্ছে একটি স্বপ্নাদেশের গুজব

লালমনিরহাটে ভেসে বেড়াচ্ছে একটি স্বপ্নাদেশের গুজব। মোজাফ্ফর নামের একজন মৃত ব্যক্তিকে ১১ মাস পরে কবর থেকে তুলতে হবে। আতর, টুপি, জুব্বাও রাখতে হবে। এমন স্বপ্নাদেশের কথা ছড়িয়েছে লালমনিরহাটে।

মৃত মোজাফ্ফরের বাড়ি আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে। তিস্তার একটি স্পার বাঁধের পাশেই তার কবর দেওয়া হয় প্রায় ১১ মাস আগে।

ব্যাপারটি জানতে সেই পরিবারটির সঙ্গে যোগাযোগ করলে তারা জানান,এটি সম্পূর্ণ গুজব। মৃত মোজাফ্ফর এমন কোনো স্বপ্নাদেশ দেননি। কে বা কারা এমন গুজব ছড়িয়েছে তার কিছুই জানেন না তারা। অথচ তাদের বাড়িতে এ বিষয়টি জানতে লোকজন ভিড় করছেন। এ নিয়ে তারা বিব্রত ও ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছেন।

মৃত মোজাফ্ফরের স্ত্রী জানান, তার স্বামীকে কবর থেকে তোলার প্রশ্নই উঠেনা।

মৃত মোজাফ্ফরের ছেলের বউ জানান, এমন কোনো কথাবার্তা তাদের পরিবারের মধ্যে হয়নি। কেউ হয়তো এটা ইচ্ছাকৃত ছড়িয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশ বাবুল বলেন, প্রায় ১১ মাস আগে তিনি মারা যান। দোয়া খায়ের হয়েছে। আমরা সেই দোয়া অনুষ্ঠানে ছিলাম। এত দিন পর শুনছি লাশ তুলবে। এমন খবরে আমি তাদের পরিবারে সাথে কথা বলি। তারা আমাকে জানায়,এমন কোনো আলোচনা তাদের মধ্যে হয়নি। এখন বিভিন্ন লোকজন আসছে, ফোন করছে। আমি তাদেরকে বলছি, সবই গুজব।

লালমনিরহাট/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়