Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৪ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২০ ১৪২৮ ||  ২৭ রবিউস সানি ১৪৪৩

বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদের কবরে দীপঙ্কর তালুকদার এমপির ফুলেল শ্রদ্ধা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৬, ১৬ অক্টোবর ২০২১   আপডেট: ০২:৪৫, ১৬ অক্টোবর ২০২১
বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদের কবরে দীপঙ্কর তালুকদার এমপির ফুলেল শ্রদ্ধা

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কোর্টআন্দর গ্রামের বাসিন্দা সিলেটের সর্বকনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. আব্দুস শহীদের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা দীপঙ্কর তালুকদার, এমপি।

সিলেট থেকে ফেরার পথে শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি (এমপি) ফুলেল এ শ্রদ্ধা জানান। পরে বীর মুক্তিযোদ্ধা দীপঙ্কর তালুকদার এমপি কোর্টআন্দর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. আব্দুস শহীদের পরিবারের সদস্যদের সাথে কিছু সময় বসে কথা বলে তাদের খোঁজ-খবর নেন।

স্মৃতিচারণ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা দীপঙ্কর তালুকদার এমপি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. আব্দুস শহীদ ছিলেন সাহসী। তাকে ভোলা যাবে না। তিনি আমাদের মাঝে চির অম্লান হয়ে আছেন।’

উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস শহীদ ১৯৭১ সালে ৩ নম্বর সেক্টর থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধকালিন সহযোদ্ধাদের মধ্যে তিনি সবচেয়ে ছোট ছিলেন বলে সকলে তাকে ‘ছোট শহীদ’ বলে ডাকতেন। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান।

মামুন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়