ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাটোরে আজিমনগর রেলওয়ে স্টেশন এবার বন্ধ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ১৬ অক্টোবর ২০২১   আপডেট: ০৮:০২, ১৬ অক্টোবর ২০২১
নাটোরে আজিমনগর রেলওয়ে স্টেশন এবার বন্ধ

নাটোরের লালপুর উপজেলার জনবল সংকটের কারণে আজিমনগর রেলওয়ের স্টেশনের (সাবেক গোপলপুর স্টেশন) সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আজিমনগর রেলওয়ে স্টেশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুস্তাফিজুর রহমান নাঈম স্টেশন বন্ধের সত্যতা নিশ্চিত করে জানান, জনবল সংকটের কারণে বৃহস্পতিবার সারা দেশের ৪টি স্টেশনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান না থাকায় আজিমনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোপূর্বে নাটোর জেলার মধ্যকার ১২টি রেলওয়ে স্টেশনের মধ্যে বীরকুৎসা, নলডাঙ্গা, বাসুদেবপুর, লোকমানপুর, মালঞ্চি ও ইয়াছিনপুরসহ ৬টির কার্যক্রম বহু আগেই বন্ধ করা হয়েছে। এবার আজিমনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ করা হলো।

এদিকে ব্রিটিশ আমলের এই ঐতিহ্যবাহী স্টেশনটির কার্যক্রম বন্ধ ঘোষণা করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকার মানুষ। এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ স্টেশনটি পুনরায় চালুর দাবি করছেন।

আরিফুল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়