ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধামইরহাটে লাগামহীন সবজির বাজার 

নওগাঁ (ধামইরহাট) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৬ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৫৮, ১৬ অক্টোবর ২০২১
ধামইরহাটে লাগামহীন সবজির বাজার 

রাঁধুনির খাদ্যদ্রব্য রান্নার গুরুত্বপূর্ণ উপকরণগুলির মধ্যে অন্যতম হলো মরিচ। গত কয়েক সপ্তাহ ধরে লাগামহীনভাবে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। শুধু তাই নয় কাঁচা মরিচের সঙ্গে তাল মিলিয়ে সবজির বাজারেও লেগেছে তার ঝাঁজ।

কেজিপ্রতি কাঁচামরিচসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় রীতিমতো বিপাকে পড়েছেন নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষ। 

শনিবার (১৬ অক্টোবর) সকালে নওগাঁর ধামইরহাটের খুচরা কাঁচা বাজার গিয়ে দেখা যায়, এখানে আকারভেদে কাঁচা মরিচ ৮০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ ৪০ থেকে বেড়ে ৭০ টাকা এবং রসুন ৪০ বৃদ্ধি পেয়ে ৬০ টাকায় বিক্রি করছেন।

বাজারের বিক্রেতারা জনান, ধামইরহাট বাজারে কয়েকদিন আগে প্রতি পিস ফুলকপি বিক্রি হয়েছে ৩০ টাকায়। কিন্তু তা এখন বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। এছাড়া দাম বৃদ্ধি পাওয়া সবজিগুলোর মধ্যে সিম ৪০ থেকে বেড়ে ১২০ টাকা, করলা ৩০ থেকে বেড়ে ৬০ টাকা, কাঁচা কলা ১০ টাকা হালি থেকে বেড়ে হয়েছে ২০ টাকা। 

একই সঙ্গে লেবু ৮ টাকা থেকে বেড়ে ১৫ টাকা, আদা ৮০ টাকা কেজি থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। 

ধামইরহাট বাজারে সকালে কেনাকাটা করতে আসেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান। তিনি বলেন, ‘প্রতিদিনই লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষকে অর্থের অভাবে না খেয়ে মরতে হবে।’ 

আরেকজন ক্রেতা ক্ষোভের সঙ্গে বলেন, ‘সব সিন্ডিকেটের দখলে। মাঠে কৃষক ফসলের সঠিক দাম পাচ্ছে না। অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে দাম বাড়িয়ে দিয়েছেন। অথচ প্রশাসনের কোনো ভূমিকাই নেই। এভাবে চলতে থাকলে আমরা সাধারন মানুষ নিঃস্ব হয়ে যাব।’

সবজি বিক্রেতা মো. ইউসুফ আলী বলেন, ‘কাঁচা তরিতরকারি পাওয়া যাচ্ছে না। পাইকারি বাজারে দাম বেশি তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’ 

এ বিষয়ে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় বলেন, ‘আমাদের ভ্রাম্যমাণ টিম রয়েছে। তারা নিয়মিত বাজার মনিটরিং করছে। ইচ্ছাকৃতভাবে কেউ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ালে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব।’

অরিন্দম/মাসুদ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়